ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি : বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) কে নিয়ে তীব্র অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ঈদগাঁওতে বিক্ষোভ মিছিল করল ছাত্র জনতা। তাপদাহ উপেক্ষা করে তৌহিদী জনতা নারায়ে তাকবির, আল্লাহু আকবর ধ্বনিতে মুখরিত করে তুলেছেন বাজার ও স্টেশন এলাকা।
গতকাল দুপুরে ঈদগাঁও বাজারের শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক ডিসি রোড অতিক্রম করে পরবর্তীতে বাসস্টেশন ঘুরে বাজারে এসে সমাপ্তি হয়। ঈদগাঁও উপজেলা ছাত্র-জনতা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। ভারতের হিন্দু পন্ডিত রামগিরি ও বিজেপি বিধায়ক নিতিশ রানের কটুক্তির তীব্র প্রতিবাদ ও বিচার দাবি করে নানান স্লোগান দেওয়া হয়। এতে রুস্তম মিয়াসহ বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্থিত ছিলেন।