বিজয় মাহমুদ :
এম তমাল আহমেদকে আহবায়ক ও আনসারুল হক রানাকে সদস্য সচিব করে ৯ (নয়) সদস্যের কমিটি অনুমোদন দিয়েছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন।
৫ ফেব্রুয়ারি, বুধবার জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এ কমিটির ঘোষণা করা হয়। একই সাথে আগামী ৩০ ত্রিশ কার্যাদিবসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর জন্য বলা হয়।
যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলো যথাক্রমে -আশরাফুল কবির সুমন (সিনিয়র যুগ্ম আহবায়ক), কবির হোসেন বাবু (যুগ্ম আহবায়ক), আমিনুর রহমান মধু (যুগ্ম আহবায়ক), নাজমুল হোসেন বাবু যুগ্ম আহবায়ক, আরিফুল ইসলাম আরিফ (যুগ্ম আহবায়ক), রাজিদুর রহমান সাগর (যুগ্ম আহবায়ক) ও মোহাম্মদ ইমদাদুল হক (যুগ্ম আহবায়ক)।