![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ শাহাদাত হোসেন রামগড়(খাগড়াছড়ি) : যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলার রামগড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি পালনের লক্ষে উপজেলা আওয়ামী যুবলীগ ও তার অঙ্গ সংগঠন এক বিশেষ কর্মসূচির আয়োজন করে। রামগড় বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানে শুভ উদ্ভোধন ও বর্ণাঢ্য আনন্দ র্যালীর আয়োজন করা হয়। আনন্দ র্যালী শেষে পুনরায় বিজয় ভাস্কর্য প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির ছবিতে পুষ্পমাল্য অর্পণ করে কোরআন তেলওয়াতের মধ্যে দিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় রামগড় উপজেলা যুবলীগের সভাপতি মো.আবদুল কাদের এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মোস্তফা হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ কার্বারী। রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম মজুমদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.আনোয়ার ফারুক, সাবেক যুবলীগ নেতা মো.সামছুউদ্দিন মিলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা নেতা কর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিবসটি উদযাপন করেন।