![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ আশরাফুজ্জামান, গোপালগঞ্জ :
দীর্ঘ ষোলো বছর পর কাশিয়ানী উপজেলা জামায়াতের আনন্দ মিছিল আজ ৬ (ফেব্রুয়ারি) বাদ মাগরিব জয়নগর বাজারে অনুষ্ঠিত হয়েছে। মাগরিবের নামাজের পর গোপালগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রেজাউল করিম মোল্লার নেতৃত্বে মিছিলট জয়নগর বাজার পদ দক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। দলীয় কার্যালয়ে মতবিনিময় শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত গোপালগঞ্জ ১ আসনের প্রখ্যাত আলেমেদীন হযরত মাওলানা আব্দুল হামিদ কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারের সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়ের সময় আর ও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামায়েতের সাধারন সম্পাদক আল মাসুদ খান, কর্মপরিষদ সদস্য মোঃ রেজাউল করিম মোল্লা, কাশিয়ানী উপজেলা জামায়াতের আমির এবিএম মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক মওলানা হাবিবুর রহমান, কর্ম পরিষদ সদস্য মোঃ কলিমুল্লাহ সহ কাশিয়ানী উপজেলা জামায়াতে ইসলাম ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের আমির মাওলানা হামিদ উদ্দিন সাহেব বলেন, দীর্ঘ ষোল বছর পর বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতের ইসলামী সকল ধরনের সহযোগিতা করবে। সরকারের সেবা সমূহ সুষ্ঠু বন্টন এর মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করতে বাংলাদেশ জামাতে ইসলামে চোখ দিন এবং সুশাসন প্রতিষ্ঠায় অংশগ্রহণ করুন।