মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা॥ সারা দেশের ন্যায় পাইকগাছা উপজেলার আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
বুধবার(১৪ই ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা বুদ্ধিজীবীদের স্মরণে বিনম্ন শ্রদ্ধা নিবেদন করেন৷ শ্রদ্ধা নিবেদন শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোশারফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি শেখ ফরহাদুজ্জামান তুষার। সিনিয়র শিক্ষক প্রতিনিধি মোঃ বাবর আলী গোলদারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুল মমিন, মোঃ ওমর আলীসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী।সর্বশেষে বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷