
সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা)॥ বরগুনার আমতলীতে জাতীয় জাতীয় সমাজসেবা দিবস-২০২৩ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে আজ সকাল সারে দশটায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বেরে হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী পৌরভার মেয়র মোঃ মতিয়ার রহমান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি।সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মানজুরুল হক কাওসার। আলোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।