আকিবুজ্জামিন : রাজধানীর উত্তরায় সামাজিক ও সেবামূলক সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন এর উদ্যোগে সকল সদস্যদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান (কনসার্ট ফর রিবাউন্ডিং) অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ ঘটিকায় উত্তরা ৩ নং সেক্টর রবীন্দ্র সরণি রোডের মুগ্ধ মঞ্চ (সাবেক মুক্ত মঞ্চে) এ উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র গ্রন্থ পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষনা করা হয়।
রিপা খান ও সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব রাখেন আমাদের উত্তরা ফাউন্ডেশন এর সভাপতি আলী হোসেন (শ্যামল) ও সাধারণ সম্পাদক আরফানূর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস।
পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ গান ও ব্যান্ড দলের পরিবেশনায় জাঁকজমক পূর্ণ হয়ে উঠে পুনর্মিলনী অনুষ্ঠান।