ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধি॥ কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিভিন্ন এলাকায় গজে উঠেছে অটোরিকশা ও টমটমের গ্যারেজ। এসব গ্যারেজে টমটমের ব্যাটারি চার্জের জন্য নামমাত্র মিটার ব্যবহার করে গ্যারেজ ব্যবসা করে যাচ্ছেন মালিকরা। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকায় রয়েছে।
জানা যায়, নতুন উপজেলা ঈদগাঁওর ৫ ইউনিয়নের পাড়া মহল্লায় গড়ে উঠা গ্যারেজ গুলোতে প্রতিদিন অসংখ্য টমটম-অটোরিকশা চার্জ করা হচ্ছে। যার ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব, অন্যদিকে ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ ব্যবহার করে গ্যারেজ করার কারনে নানা সময়ে ছোট বড় দুর্ঘটনার আশংকা প্রকাশ করেন স্থানীয়রা। বিদ্যুৎ যাচ্ছে অটো ও টমটমের পেঠে। এসব দেখার কেউ নেই। অভিযানও নেই।
আরো জানা যায়, বৃহত্তর ঈদগাঁওর বিভিন্ন স্থানে টমটম গ্যারেজে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ভেতরে অনেক অটোরিকসা ও টমটম চার্জ করা হয়ে থাকে এক সাথে।
তথ্য মতে, ঈদগাঁও উপজেলার বিভিন্ন অলিগলিতে ব্যাঙ্গের ছাতার মত ব্যাটারিচালিত টমটম, অটো রিকশা চলাচল করে থাকে। এসব গাড়ীর ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ছোট বড় মিলিয়ে গ্যারেজ স্থাপন করা হয়েছে অনেক। যার মধ্যে সবকটি বৈধ কিনা এ নিয়েও কথাবার্তা চলছে লোকমুখে। এসব গ্যারেজে টমটম চার্জ দেয়ার ফলে অতিরিক্ত চাপ সামলাতে না পেরে বিদ্যুতের লোডশেডিং সৃষ্টি হয়ে থাকে। এরই জন্য টমটমের ব্যাটারি চার্জকেই দায়ী করেছেন সচেতন মহল।
টমটম চালকদের মতে, বৃহত্তর ঈদগাঁওতে অসংখ্য গ্যারেজ রয়েছে। এক একটি গ্যারেজে ১২/১৫ টির মত গাড়ী চাজিং করা হয় প্রতি রাতে। দাম নিয়ে থাকে ১শ থেকে ১২০ টাকা পর্যন্ত।
ঈদগাঁও পবিসের এক জুনিয়র ইঞ্জিনিয়ারের সাথে কথা হলে জানান, ঈদগাঁওর এরিয়া অফিসের আওতাধীন শতাধিকেরও বেশি টমটম ও অটো রিকসার গ্যারেজ রয়েছে।