স্টাফ রিপোর্টার॥ পাবনার ঈশ্বরদীতে থানা পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিল্টন ৮০০ (আটশত) পিচ ইয়াবাসহ আটক হয়েছে।
গত ১৮ নভেম্বর পাবনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আকবর আলী মুনসী এর দিক নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম এর সার্বিক সহযোগিতায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানাধীন পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব শহীদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঈশ্বরদী থানাধীন মুলাডুলি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে ঈশ্বরদী থানাধীন মুলাডুলি কলেজের পশ্চিমে সিএন্ডবি এলাকা হতে আসামী মোঃ নূরে আলম সিদ্দিক ওরফে মিল্টন (৪০), পিতা- মৃত আব্দুর রহিম, সাং- আম বাগান (ফেরদৌস কলোনী), থানা- ঈশ্বরদী, জেলা-পাবনাকে দুপুর ০৩.১৫ ঘটিকায় আটক করেন।
উক্ত মিল্টনকে বিধি মোতাবেক তল্লাশি করলে তার নিকট হতে ৮০০ (আটশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অনুমান মূল্য ২,৪০,০০০/=টাকা উদ্ধার হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১২ সালে নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন দিয়ারপাড়া গ্রামস্থ মোছাঃ আঙ্গুরা আবেদীন (৫৬) কে অপহরণ করে হত্যা করতঃ লাশ গুম করার অপরাধে সে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত। এছাড়াও মির্জাপুর থানার মাদক মামলা নং- ১১(০১)২০১৭ তে উক্ত আসামি মিল্টন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
উক্ত আসামীর বিরুদ্ধে ঈশ্বরদী থানায় আরো চারটি গ্রেফতারী পরোয়ানা মূলতবী আছে।