
এম আবু হেনা সাগর॥ কক্সবাজারের বাঁকখালী নদীর তীরে অনুষ্ঠিত তাবলীগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজ তেমা সম্পন্ন হয়।
১৭ই ডিসেম্বর দুপুরে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হলো এই ইজতেমা। মোনাজাত পরিচালনা করেছেন বাংলাদেশের তাবলীগ জামাতের মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম। এ জামাতে লক্ষাধিক লোকজনের উপস্থিতি হয়।
২য় দিন ইজতেমায় বয়ান করেন মুফ্তি ওসামা, বোম্বাই থেকে আগত আমীর মুফ্তি হেদায়েত উল্লাহ এবং ইন্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম।
বৃহষ্পতিবার ফজর নামাজের পর মরহুম মাওলানা আনাস সাহেবের বয়ানের মাধ্যমে শুরু হয় এ জেলা ইজতেমা।
ইজতেমার সমন্বয়কারী মুনির জানান, বিভিন্ন দেশী-বিদেশী প্রতিনিধি জামাতসহ লক্ষাধিক মুসল্লি ইজতেমায় অংশগ্রহণ করেছেন।
শ্রীলংকা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিফাইন, ভারতের বুম্বে, কর্ণাটক ও সৌদি আরব থেকে বিদেশী জামাত ইজতেমায় নিয়েছেন।ইজতেমায় কাকরাইল কেন্দ্রীয় মসজিদের ওলামায়ে কেরামদের একটি জামাত ও বিদেশী মেহমানরা বয়ান করেন।
এদিকে মারকাজের নির্দেশে এবং কক্সবাজারের জিম্মাদার এড. হামিদুল্লাহর জিম্মাদারিত্বে এই ইজতেমা অনুষ্ঠিত হয়েছে বলে জানান মুনির হোসেন ও মুহাম্মদ মুছা।
সমাপনী মোনাজাতে শরিক হন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক ও ঐক্য পরিবারের সদস্য সাহাব উদ্দিনসহ ঈদগাঁও উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলের অসংখ্য লোকজন।