আল আমিন বাবু, লালমনিরহাট জেলা প্রতিনিধি॥ বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে ক’জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয় হয়ে রয়েছেন তাঁদের মধ্যে শেখ ফজলল করিম হলেন অন্যতম।
“কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে ’ তা বহুদুর,
মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরা সুর।”
কবিতার রচয়িতা কবি শেখ ফজলল করিম সাহিত্যবিশারদ এঁর ১৪১তম জন্মোৎসব উপলক্ষে লালমনিরহাটের কালীগঞ্জে কবিতা পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৯ এপ্রিল) বিকেলে লালমনিরহাট কবি সাহিত্য-সংস্কৃতি সংসদ ও কবি শেখ ফজলল করিম স্মৃতি সংসদ আয়োজিত উপজেলার কবি শেখ ফজলল করিম স্মৃতি গণ পাঠাগারের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কাকিনা ইউপি চেয়ারম্যান ও কবি শেখ ফজলল করিম স্মৃতি গণ পাঠাগারের সভাপতি তাহির তাহুর সভাপতিত্বে এবং লালমনিরহাট সাহিত্য-সংস্কৃতি সংসদের সাধারণত সম্পাদক আব্দুল সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম।
এছারাও কবির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, কাকিনা ইউপির সাবেক চেয়ারম্যান কবির নাতী নুরুন্নবী রোমেল, লালমনিরহাট আওয়ামী যুবলীগের ক্রীড়া সম্পাদক মজনু আলী শেখ, কালীগঞ্জ করিম উদ্দিন সরকারি কলেজের প্রভাষক মাজহারুল মোর্শেদ, এনটিভির সিনিয়র করেসপনডেন্ট একেএম ময়নুল হক, লালমনিরহাট সাহিত্য সংস্কৃতির সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন রংপুরী।