ওসমান হোসাইন, কর্ণফুলী॥ কর্ণফুলী উপজেলা প্রশাসন কর্তৃক বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ”লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, উপজেলা আ”লীগের সাধন সম্পাদক সোলায়মান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডা.ফারহানা মমতাজ, কর্ণফুলী থানা অফিসার ইনর্চাজ (ওসি) দুলাল মাহমুদ।
সরকারি উপজেলা দপ্তরের সকল কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী,ও বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র -ছাত্রী উপস্থিত ছিলেন।
সকলকে সঙ্গে নিয়ে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে সচেতনতা র্যালী উপজেলা পরিষদ এলাকা প্রদর্শন ও আলোচনা সভা মাধ্যমে উদযাপন করেন বিশ্ব তামাক মুক্ত দিবস।
আলোচনা সভায় বক্তারা বলেন তামাক, ধোঁয়াযুক্ত বা ধোঁয়াবিহীন, যাই হোক না কেন, এর উৎপাদনও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্রক্রিয়ার মধ্যে ঘটে।
সিগারেটে প্রায় ৭০হাজার কেমিক্যাল আছে যা একদিকে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে, অন্যদিকে সিগারেটের শেষাংশ মাটি এবং পানিকে দূষিত করে। তাই সবাই তামাক আইন সম্পর্কে সচেতন করার জন্য কর্ণফুলী উপজেলা ব্যাপী মাকিং ও মাধ্যমিক বিদ্যালয় স্কুল ও কলেজ ছাত্র -ছাত্রী এবং বাজের মধ্যে প্রচারণা করে যুব সমাজ কে উদ্বুদ্ধ করতে হবে তামাকের কুফল সম্পর্কে।