ডেস্ক নিউজ : কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার হওয়া গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
গণঅধিকার পরিষদের দফতর সম্পাদক শাকিলউজ্জামান তার মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ির বহর নিয়ে কেরানীগঞ্জ থেকে আমরা পল্টনে আসছি।
শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত ২১ জুলাই রাজধানীর কাজীপাড়ায় মেট্রোরেল স্টেশনে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের এমআরটি লাইন-৬ এর উপপরিচালক (প্রশাসন) মো. ইমাম উদ্দীন কবীর গত ২২ জুলাই কাফরুল থানায় একটি মামলা করেন। সেখানে অজ্ঞাতনামা ৫/৬ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। সেই মামলায় গ্রেফতার করা হয় নুরুল হক নুরকে।