মোঃ আশরাফুজ্জামান,গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাক-ইজিবাইক-ভ্যান ত্রিমুখী সংঘর্ষে টিটুল মোল্লা(৪৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। সে উপজেলার সাজাইল ইউনিয়নের ভাট্টাইধোবা(চরপাড়া) গ্রামের মৃত. মোঃ রকমান মোল্লা ওরোফে লখাই মোল্লার ছেলে। এ ঘটনায় যাত্রীসহ আরো ২ জন গুরুতর আহত হয়েছে।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৬ টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের ভাট্টাইধোবা বাস স্টান্ডের নূরজাহান ফুড এন্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় আহতেরা হলেন, উপজেলাধীন সাজাইল ইউনিয়নের মাজড়া গ্রামের মো. রাজ্জাক মিয়ার ছেলে মোঃ আকবর মিয়া(ইজিবাইক চালক) ও ইজিবাইকে থাকা এক নারী যাত্রী(অজ্ঞাত)।
সরেজমিন ও থানা সূত্রে জানাযায়, কাশিয়ানী উপজেলাধীন ঢাকা-খুলনা মহাসড়কের ভাট্টাইধোবা বাস স্টান্ডে ইজিবাইক চালক মোঃ আকবর মিয়া যাত্রী নামানোর সময় দ্রুত গতির নিয়ন্ত্রণহীন ঘাতক ট্রাক ইজিবাইকে ধাক্কা দিলে পাশে থাকা অটোভ্যানের উপরে ট্রাক ও ইজিবাইক আছড়ে পড়ে। এতে ভ্যান চালক মোঃ টিটুল মোল্লার ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং ইজিবাইক চালক ও নারী যাত্রী গুরুতর আহত হয়ন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করেন। আহতদের অবস্থা আসংখ্যাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউদ্দিন ঘটনা সত্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় ভ্যান চালকের মৃত্যু হয়েছে এবং দু-জন গুরুতর আহত হয়েছে। ঘাতক ট্রাকটি ভাটিয়াপাড়া এলাকা থেকে আটক করা হয়েছে।