সজিবুর রহমান, নাটোর॥ নাটোরের গুরুদাসপুরের ৫নং ধারাবাড়িষা ইউনিয়নের সোনাবাজু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ নির্বাচন স্থগিত করা হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন এডহোক কমিটি থাকায় সাধারণ জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রেক্ষিতে পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পরামর্শ ক্রমে ম্যানেজিং কমিটির নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচন প্রক্রিয়া শুরু হলে হঠাৎ করে জানা যায় নির্বাচনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, এবং নির্বাচনের স্থগিতাদেশ দিয়েছে মহামান্য জজ কোর্ট।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল মজিদ এর মতামত জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ পরিচালনা করছেন প্রিজাইডিং হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। এবং মহামান্য জর্জ কোর্ট এর আদেশক্রমে তিনি নির্বাচন বন্ধের আদেশ দেন। এবং অত্র বিদ্যালয়ে নোটিশ দিয়ে জানিয়ে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক।