এনামুল হক ছোটন॥ গত ৬ই ডিসেম্বর ছিলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিল এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কবর জিয়ারত, আলোচনা সভা ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।
গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত মাহবুবুল হক শাকিল এর স্ত্রী নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহা ফুল দিয়ে প্রয়াত মাহবুবুল হক শাকিল এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তার কবর জিয়ারত করেন। পরে বিকেলে গৌরীপুর উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।