মোহাম্মদ জুবাইর॥ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম সেমিস্টারে’র ছাত্রী ফারজানা আফরিন আক্তার’র উপর অতর্কিত ভাবে একদল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
জানা যায়, ২৮ নভেম্বর (সোমবার) বায়েজিদ থানাধীন ড্রিমল্যান্ড আবাসিক এলাকার ৩০ নং প্লট গেইটের সামনে দুপুর সাড়ে ১১ঘটিকায় সময় সন্ত্রাসীরা গেইটের পকেট দরজায় কড়া নাড়লে আফরিন পড়ার টেবিল থেকে উঠে এসে পকেট দরজা খুলতেই পূর্বে থেকে উৎ পেতে থাকা ১০/১২ সন্ত্রাসীরা হাতে থাকা হাতুড়ি দিয়ে আফরিনের মাথায় আঘাত করলে তার চিৎকারে ঘর থেকে তার বাবা মাওলানা তাজুল ইসলাম ভূইয়া মেয়েকে রক্ষা করতে এগিয়ে আসলে তার উপর হামলা চালায়। সন্ত্রাসীদের হামলা গুরুতর আহত হয় আফরিন ও তার মা জান্নাতুল ফেরদৌস, বাবা মাওলানা তাজুল ইসলাম ভূইয়া বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত তাজুল ইসলাম জানান, চন্দনাইশ পৌরসভার পরাজিত কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাহেদের নেতৃত্বে ১০/১২ সন্ত্রাস এ হামলা চালায় এবং হামলা চালিয়ে যাওয়ার সময় চিৎকার করে বলতে থাকেন আমরা আবু মো. মহিউদ্দিনের লোক তুরা এখানে কিভাবে থাকস আমরা দেখে নিবো।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো থানায় কোন মামলা হয়নি বলে জানা গেছে।