বাংলাদেশ সকাল
শনিবার , ১ এপ্রিল ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

চন্দনাইশে বিট পুলিশিং সভা ও বাজার মনিটরিংয়ে  এএসপি কামরুল ইসলাম ও ওসি আনোয়ার হোসেন 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
এপ্রিল ১, ২০২৩ ৩:১৩ অপরাহ্ণ

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধি॥ “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই শ্লোগানে মাদক, জঙ্গিবাদ সহ বিভিন্ন অপরাধ দমনে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। পরে মাহে রমজানে পণ্যমূল্য নিয়ে অরাজকতা ঠেকাতে বাজার মনিটরিংয়ে নামলেন চট্টগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম ও ও চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে শুক্রবার (৩১ মার্চ) বিকালে হাজারী টাওয়ার ব্যবসায়ী সমিতি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের সিনিয়র সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) কামরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ব্যবসায়ীদের অধিক মুনাফা না করে দ্রব্যমূল্য স্থিতিশীল রেখে মূল্য তালিকা প্রদর্শিত করে ব্যবসা পরিচালনা করতে হবে। রমজান সংযম ও আত্মশুদ্ধির মাস। রমজানের পবিত্রতা রক্ষার্থে সমাজে মাদক, অসাধু ব্যবসায়ী, অসামজিক কার্যকলাপ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।বর্তমান সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনে সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌর সদরের সড়ক যানজট মুক্ত রাখতে সকলকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সাবেক দোহাজারী ইউপি চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহর ও যানবাহন শাখার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) কবির উদ্দিন সরকার, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এম. বাবর আলী ইনু, দোহাজারী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবদুল শুক্কুর, সহ-সভাপতি শাহ্ আলম মেম্বার, এস.এম জামাল উদ্দিন মেম্বার, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক নবাব আলী, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লোকমান হাকিম, সিটি সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওসমান আলী।

এসময় উপস্থিত ছিলেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আলাউদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ নুর নবী, খানপ্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, হাজারী শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহিম বাদশা, হাজারী বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি বাদশা মিয়া, আবুল কাশেম লেদু ফাউন্ডেশন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ অভিভাবক সদস্য নুর মোহাম্মদ হোসেন, আ.লীগ নেতা মো. ইদ্রিস, হারুন-উর-রশীদ, কলিম উল্যাহ, বন্ধন বড়ুয়া, ওসমান আলী ভুট্টো, ব্যবসায়ী নেতা আলমগীর হোসেন, তৌহিদুল ইসলাম, শহিদুল আলম, পেঠান সওদাগর, মো. মামুন, মোবারক হোসেন, জাফর আলী, দেলোয়ার হোসেন, জসিম উদ্দিন প্রমূখসহ ব্যবসায়ী জনপ্রতিনিধি ও বিট পুলিশিং নেতৃবৃন্দ। সমাবেশে দোহাজারী পৌরসভার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

ঝিকরগাছায় ৩ বছর ক্লাসে না গিয়েও নিয়মিত বেতন ভাতা তুলছেন শিক্ষক মাকছুদা !

সীতাকুণ্ডের ডিসি পার্কে  তৃতীয় বারের মতো ৪ জানুয়ারী শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া ঈদগাঁও উপজেলার প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ভোধন

বাগআঁচড়ায় নির্বাচনী পথসভা ও গণসংযোগ করলেন প্রার্থী সোহরাব হোসেন 

সৎ সাংবাদিকতার স্থান সমাজে অনেক উপরে: ঈদগাঁও প্রেসক্লাবের একুশের আলোচনায় বক্তারা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গংগাচড়া শাখার হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময়

স্ত্রীকে কুপিয়ে ভারতীয় নাগরিকের শেরপুরে আত্মগোপন, করেছেন বাংলাদেশী পাসপোর্ট 

রূপনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেফতার

সীতাকুণ্ডে ৫ম বারের মতো পরিক্ষার্থীদের যাতায়াতে ফ্রি বাস সার্ভিস দিলো এমএফজেএফ