সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা)॥ বরগুনার আমতলী থেকে গত ০২/০১/২৩ তারিখ পার্শ্ববর্তী উপজেলা কলাপাড়ায় যাওয়ার কথা বলে বলে তিনজন লোক সিদ্দিক মৃধার অটোতে উঠে পরবর্তীতে পথিমধ্যে অটো চালক সিদ্দিক মৃধাকে মারধর করে উপজেলার টিয়াখালী নামক স্থানে ফেলে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনা সোশাল মিডিয়ায় প্রকাশ পেলে আমতলী থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিয়ে বিভিন্ন ভাবে অনুসন্ধান করে আজ অটোটি উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত দুই ছিনতাইকারীকেও গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত দুই ছিনতাইকারী হলো, সোলায়মান (২০) পিতা- জাফর এবং জাহিদুল ইসলাম (১৯) পিতা- শাহ আলম উভয় সাং ফেরীঘাট, আমতলী পৌরসভা। এদের স্বীকারোক্তি মোতাবেক পালিয়ে যাওয়া ছিনতাইকারী হলো জাকারিয়া পিতা- মোস্তফা, সাং ৫ নং ওয়ার্ড, আমতলী পৌরসভা। বর্তমানে সে পলাতক আছে।
এ ব্যপারে আমতলী থানার অফিসার ইনচার্জ এ,কে,এম মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেই অটো উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেফতার করার জন্য বিভিন্ন ভাবে প্রচেষ্টা চালানো হয় এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে অটো ছিনতাইকারীদের সনাক্ত করা হয়। সে অনুযায়ী অটোটি উদ্ধার ও গ্রেফতারকৃত দুই ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।