![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
স্টাফ রিপোর্টার॥ জগন্নাথপুর প্রেস ক্লাবের ২০২৩-২৪ সেশনের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে আজ রবিবার (১লা জানুয়ারি) বেলা ২ টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে জাতীয় দৈনিক পত্রিকায় কর্মরত প্রতিনিধিদের সমন্নয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়ার সভাপতিত্বে ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি রিয়াজ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে জগন্নাথপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়াকে সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি গোবিন্দ দেবকে সাধারন সম্পাদক করে ২ বছর মেয়াদে ১১ সদস্যে বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ- সভাপতি রিয়াজ রহমান ( দৈনিক ভোরের কাগজ), সহ- সভাপতি মোঃ হুমায়ুন কবির ( দৈনিক নয়াদিগন্ত), সহ- সাধারন সম্পাদক গোলাম সারোয়ার ( দৈনিক যায়যায় দিন), কোষাধক্ষ্য মোঃ আলী হোসেন খান ( আজকালের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া ( দৈনিক দিনকাল), দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন ( দৈনিক বাংলাদেশের খবর), কার্যকরী সদস্য এস এম ফরিদ ( দৈনিক ইনকিলাব), আশরাফুল আলম ( প্রতিদিনের সংবাদ), দোলন মিয়া ( প্রতিদিন)।
কমিটি গঠন শেষে সংগঠনের গঠনতন্ত্রের আলোকে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে প্রদক্ষেপ নেয়া হয়।