ডেস্ক রিপোর্ট॥ ঢাকা সিনেমা জগতের আলোচিত নায়িকা অপু বিশ্বাস অভিযোগ নিয়ে ডিবি প্রধান হারুন অর রশীদের সাথে সাক্ষাত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে দেখা করেন।
রবিবার (৬ আগস্ট) অপু বিশ্বাস লালশাড়ি সিনেমার পাইরেসি ও আপত্তিকর কনটেন্ট তৈরির অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আসেন। এসময় তিনি ডিবি প্রধানের সাথে সাক্ষাতে বলেন, বাজে অনেক কনটেন্ট তৈরি করে ভিউয়ার্স বাড়ানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। ভিউয়ার্স বাড়ানোর প্রতিযোগিতায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।
ডিআইজি হারুন অর রশীদ তার অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ করতে এসে তিনি আমার সাথে মধ্যাহ্নভোজ করেন এবং ধন্যবাদ জানান।