মোঃ আনোয়ার হোসেন ডিমলা, নীলফামারী॥ আজ পহেলা জানুয়ারী-২০২৩ সাল। সারাদেশে নিরাপদ পানি সরবরাহ সরবরাহ প্রকল্পের আওতায় ২০২২-২০২৩ অর্থ বছরে নলকুপ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সারা দেশের কর্মসূচি হিসাবে নীলফামারী জেলার ডিমলা উপজেলার হলরুমে নলকুপ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। অনুষ্ঠানের সুচনা লঘ্নে সঙ্গীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ মমতাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিরেন্দ্্রনাথ রায়,
জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ, ডিমলা থানা অফিসার ইনচার্জ লাইছুর রহমান, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার আলী, সাংবাদিক আনোয়ার হোসেন, ডিমলা উপজেলার ১০ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, মেম্বার, গন্যমান্য লোকজন, দলীয় নেতৃবৃন্দ।
সারাদেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের ১৩০টি পরিবার এলাকায় নিরাপদ পানি সরবরাহের জন্য ২৭০ফুট গভীরতায় নলকূপ স্হাপন করে নিরাপদ পানি প্রাপ্ত হবে এবং নিরাপদ পানি পানে এলাকার লোকজন পেটের পীড়া, আমাশয়, ডায়রিয়া, পানি বাহিত রোগ থেকে রক্ষা পাবে।