মো.বেলাল হোসেন, জেলা প্রতিনিধি॥ দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে। চলতি বছরে পাস করেছেন ৮১.১৬ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছেন ২৫ হাজার ৫৮৬জন শিক্ষার্থী। এবার পাসের হারসহ জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়েছে মেয়েরা।
আজ সোমবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ তোফাজ্জুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পাসের হার কমার বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন, করোনা মহামারির কারণে ফলাফলের প্রভাব পড়েছে। এ বছর এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগের শিক্ষার্থীরা ফলাফল খারাপ করেছেন।
গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৯৪ দশমিক ৮০ শতাংশ। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে ছাত্র পাশের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ। ছাত্রী পাশের হার ৮১ দশমিক ৫৫ শতাংশ। গড় পাসের হার ৮১.১৬ শতাংশ।