দেবহাটা প্রতিনিধি॥ দেবহাটার কুলিয়ায় মুক্তিযোদ্ধা জনতার সম্মিলিত উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুলিয়া শহীদ মিনার চত্বরে শনিবার ১৭ ডিসেম্বর, ২২ ইং তারিখ বিকাল ৪ টায় দেবহাটা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা উপ-অধিনায়ক ইয়াছিন আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ গোলাম মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জর্জকোর্টের জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডঃ ইউনুস আলী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফফার, কুলিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোশাররফ হোসেন, কুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মজনুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক সাইফুজ্জামান প্রিন্স, আইনজীবি সহকারী মিজানুর রহমান প্রমুখ। প্রধান অতিথি এসময় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালী জাতিকে একত্রিত করে একটি স্বাধীন সার্বভৌম দেশ পাওয়ার কথা তুলে ধরে বলেন, মুক্তিযোদ্ধাদের ঋন রক্তের বিনিময়েও আমরা শোধ করতে পারবোনা। বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়ে গিয়েছেন আর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন একটি আধুনিক উন্নত দেশ একথা উল্লেখ করে এডঃ গোলাম মোস্তফা বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। তাই সকলকে একত্রিত হয়ে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে। সভায় উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।