দেবহাটা প্রতিনিধি॥ দেবহাটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় যথাযথভাবে পালন করা হয়েছে। শুক্রবার ১৬ ডিসেম্বর, ২২ ইং সকাল ৮টায় উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, উপজেলা আওয়ামীলীগ, দেবহাটা রিপোটার্স ক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। পরে দেবহাটা ফুটবল মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচী শুরু করা হয়।
পরে বিভিন্ন প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করে। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, পল্লী বিদ্যুতের দেবহাটা জোনাল অফিসের এজিএম জহুরুল ইসলাম, দেবহাটা উপজেলা আওয়ামীলীগের যুন্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতনসহ উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ওসাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে প্রীতি ফুটবল খেলা ও রাতে মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।