এম আবু হেনা সাগর,ঈদগাঁও॥ কক্সবাজারের ঈদগাঁওতে নতুন প্রজন্মকে মান সম্মত শিক্ষার প্রত্যয়ে নব প্রতিষ্ঠিত হল গ্রামার স্কুল। এতে করেই বৃহৎ এলাকার অভিভাবক মহল খুশিতে উৎফুল্ল হয়ে পড়েন।
জানা যায়, ঈদগাঁও বাজার প্রাণকেন্দ্রে অবস্থিত এই গ্রামার স্কুলের মনোরম পরিবেশ সত্যিই চমৎ কার। প্রতিষ্ঠানটির সম্মুখে উন্মুক্ত মাঠ। লাগানো হল হরেক রকমের ফুল। পশ্চিম পার্শ্বে গার্ডিয়ান ওয়েটিং রুম। ৩ তলা বিশিষ্ট ভবনের নিচ তলায় বিদ্যালয়ের অফিস কার্যক্রম শুরু হলো। চলছে শিক্ষার্থী ভর্তি।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তা এবং ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য পরীক্ষা- নিরীক্ষার মাধ্যমে ৬ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষকরা বয়সে তরুণ। মহিলা শিক্ষক রয়েছেন। নিয়োগ করা হয় মিউজিক শিক্ষক। দৈনিক ঘন্টার ভিত্তিক নিয়োগের চিন্তাভাবনা রয়েছে স্পোর্টস টিচার্স।
বিদ্যালয় আঙ্গিনায় আঁকা হয়েছে মনোরম দৃশ্য। দেয়ালে দেয়ালে শোভা পেল বাংলা বর্ণমালা, গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যসহ নানা কিছুই। প্রধান ও অন্য শিক্ষকদের মিলনায়তনটি খুব সু-সজ্জিত। ক্লাসরুমের পরিবেশও উন্নত। রয়েছে একাধিক টয়লেট।
উদ্যোক্তা ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহ কারী প্রধান শিক্ষক জসিম উদ্দীন জানান, নতুন প্রজন্মকে মানসম্মত শিক্ষাদানের প্রত্যয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা হয়। অভিভাবকদেরকে আর
কক্সবাজার বা চট্টগ্রামমুখী হতে বিরত রাখতে এই প্রতিষ্ঠান নিরলস ভূমিকা রাখবে।
উদ্যোক্তারা আরো জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় সিলেবাসের বাইরে শুধুমাত্র ওয়ার্কবুক ও অঙ্কনের বই রাখা হয়েছে। শিক্ষার্থীদের চিত্ত বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে। সংযোজন করা হবে এলইডি লাইট। পর্যায়ক্রমে পুরো ভবন টিতে একাডেমিক কার্যক্রম সম্প্রসারণের চিন্তা ভাবনা রয়েছে বলে জানান।
দেখা যায়, ক্লাস রুমগুলোতে সু-সজ্জিত সারি সারি চেয়ার টেবিল। প্রাকৃতিক আলো ও বাতাস সঞ্চালনের সুবিধাও রয়েছে। সাধারণত টাউন এলাকায় প্রতিষ্ঠিত প্রাইভেট বিদ্যালয় গুলোর যে গিঞ্জি পরিবেশ তা এখানে নেই। প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তাদের কমার্শিয়াল চিন্তাভাবনা না থাকলে শিক্ষা দীক্ষায় প্রতিষ্ঠান ভবিষ্যতে গৌরবোজ্জ্বল ভুমিকা রাখতে পারবে।
সিলেবাসে যেন অযথা বই বাড়ানো না হয়। এ প্লাস নয়, আমাদের দরকার ভালো মানুষ তৈরি করা। প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা। সহ-পাঠক্রমিক কার্যক্রমে উদ্বুদ্ধ করা। তাদের মেধা ও মননের বিকাশের প্রয়োজনীয় সুযোগ সৃষ্টি করা। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করার ব্যবস্থা করা। শাসন নয়, আদর যত্নের মাধ্যমে শিক্ষার্থীদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেয়া। বিশ্বমানের শিক্ষা কার্যক্রম উপহার দিতে এগিয়ে আসুক গ্রামার স্কুল।
সামাজিক প্লাটফর্ম ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন এম আবু হেনা সাগর, রেহেনা নোমান কাজল ও ছৈয়দ ইসলাম সাকিবসহ কার্যকরী পরিষদ নেতৃবৃন্দরা নব প্রতিষ্ঠিত গ্রামার স্কুলের সফলতা কামনা করেন পাশাপাশি বিদ্যালয়টি যেন ঈদগাঁও উপজেলা পেরিয়ে জেলার বুকে শিক্ষাদীক্ষায় রেকর্ড সৃষ্টি করতে পারে এমনিই প্রত্যাশা করেন।