
সজিবুর রহমান গুরুদাসপুর(নাটোর)॥ নাটোরের গুরুদাসপুরে দলিল লেখক সমিতির সাধারণ নির্বাচন আগামী ৮ ই ডিসেম্বর। উপজেলার দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি পদে ৭জন, সাধারণ সম্পাদক পদে ৩জন, সহ-সাধারণ সম্পাদক পদে তিনজন, ক্যাশিয়ার পদে ৩জনএবং সদস্য পদে ১৭জন দাঁড়িয়েছেন।
দলিল লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব মোঃ সুজন আহমেদ বলেন, দলিল লেখক সমিতির নির্বাচনে সহ সাধারণ সম্পাদক হিসেবে আমি বিজয়ী হয়ে দলিল লেখক সমিতির অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই। এই বলে তিনি বক্তব্য দেন। একই বক্তব্য দেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী । তিনি আরো বলেন, আমরা সবাই মিলেমিশে কাজ করে দলিল লেখক সমিতির উন্নয়ন করতে চাই এবং দলিল লেখক সমিতির অন্যান্য পদপ্রার্থীরাও নির্বাচন স্বতঃস্ফূর্ত হচ্ছে বলে জানান। ৩ বছর মেয়াদী এই নির্বাচনে দল মত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছেন।