ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরে অসহায় ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মঙ্গলবার দুপুরে সাংসদ শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে ৪৩ জন অসহায় ও অসুস্থ ব্যক্তির মাঝে ৩০ লাখ ৫০ হাজার টাকার প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সাবেক উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম স্বপ্নিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আনু, পৌর আওয়াামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু, সাবেক কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম,মাসুদুর রহমান মাসুদ ,রিয়াজুল ইসলাম,শেফালী বিজলী প্রমুখ।