ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরে পুলিশি ব্যারিকেডে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও সহযোগী সংগঠন এই কর্মসূচির আয়োজন করে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে সামনে স্টেশন বাজারের দিকে অগ্রসর হয়।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে দলীয় নেতাকর্মীরা সেখানেই সমাবেশ করেন। এ সময় পুলিশ তাদের ঘিরে রাখে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ ও ফরহাদ আলী দেওয়ান শাহিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।