
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : মানবতা ও মানবিক গুনাবলীর অনন্য বৈশিষ্ট্যের অধিকারি, মানবতার ফেরিওয়ালা ‘হিউম্যান এইড ইন্টারন্যাশনাল’ এর কেন্দ্রীয় মহাসচিব সোহে্লী পারভীন এর জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জন্মদিন পালন করা হয়।
১৭ জুন মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাঢ়া সমবায় মার্কেট এর ৪র্থ তলায় কেক কাটার মধ্য দিয়ে সোহে্লী পারভীন এর জন্মদিন পালন নারায়ণগঞ্জ জেলা কমিটি। এ সময় উপস্থিতগণ তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
জেলা কমিটির সভাপতি এডভোকেট শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ এর তত্ত্বাবধানে এ কেক কাটার আয়োজনে উপস্থিত ছিলেন, শ্রমিক জাগরণ মঞ্চ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, হিউম্যান এইডস্ এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী মোঃ অর্ক প্রধান, মানবাধিকার কর্মী দেলোয়ার হোসেন উজ্জ্বল ও সমাজ কর্মী ইমা শেখসহ প্রমূখ।
এ সময় জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম, জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মানবিক ও মহান ব্যক্তি আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব সোহে্লী পারভীন এর আজ শুভ জন্মদিন। তাঁর এ জন্মদিনে আজ শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সাথে সোহে্লী পারভীন ও তাঁর পরিবারের সকলের প্রতি রহিলো দোয়া। সেই সাথে মহান প্রভুর নিকট দোয়া করি শুভ হোক তাঁর আগামীর পথ চলা।
এ সময় স্মৃতি চারণ করতে গিয়ে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আরো বলেন, আমি তাঁর সান্নিধ্য পেয়েছি। আমি জানি ব্যক্তি জীবনে তিনি কতোটা বিনয়ী এবং ঐশ্বরিক মাধূর্যমন্ডিত। তিনি অবহেলিত, ব্যথিত, অধিকার বঞ্চিত মানুষের দু’নয়নের শেষ আশা । সেহে্লী পারভীন আপা যখন কাউকে অধিকার পাইয়ে দিতে ব্যর্থ হয়েছেন, তখন নিজের সবটুকু উজার করে সহযোগিতা করেছেন। তৃণমূলের চেয়েও অধিক সাধারণভাবে তিনি তার যাপন করছেন। তিনি আজ দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর পথে। তিনি পৃথিবীর আশির্বাদ হয়ে উঠুক এই প্রার্থনা আজকের দিনে। শুভ হোক জন্মদিন প্রিয় লীডার।