বাংলাদেশ সকাল
সোমবার , ২৭ অক্টোবর ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

নারায়ণগঞ্জ-ঢাকা রুটে ট্রেন চলাচল আধুনিকায়ন ও যানজট নিরসনে বিভিন্ন প্রস্তাবনা পেশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৭, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ণ

 

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম বলেছেন, বর্তমানে আমাদের কাছে পর্যাপ্ত রোলিং স্টক ও ইঞ্জিন নেই, তাই সব চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। নারায়ণগঞ্জ-ঢাকা রেল সেবা বৃদ্ধি করতে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। তবে আমরা নতুন কোচ এবং রোলিং স্টক যোগ করার মাধ্যমে দ্রুত এই সক্ষমতা বৃদ্ধি করার পরিকল্পনা নিয়েছি।

তিনি আরো বলেন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক চাওয়ার সাথে সাথেই খুব দ্রুত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৮ জোড়া কমিউটার ট্রেন নতুন আঙ্গিকে চালু করা হয়েছে। এসব কমিউটার ট্রেনে মেট্রোরেলের কোচের ন্যায় আসন ব্যবস্থা থাকায় ট্রেনে অধিক সংখ্যক যাত্রী পরিবহন সম্ভব হচ্ছে।ট্রেনের যাতায়াত ব্যবস্থা আরো আধুনিকায়ন করনের কার্যক্রমের পরিকল্পনা চলমান আছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যোগদান করার পর থেকেই নারায়ণগঞ্জ এর উন্নয়নে সর্বক্ষেত্রেই অক্লান্ত পরিশ্রম ও সর্বোচ্চ দায়িত্ববোধ দিয়ে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আজ ২৭ অক্টোবর ২০২৫ খ্রি. সোমবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলার রেলের মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব রেলপথ মন্ত্রণালয় মো: ফাহিমুল ইসলাম, অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় রেলওয়ে দপ্তরের মহাপরিচালক আফজাল হোসেন,নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানা, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন সচিব এর কাছে। শহরের মেইন রাস্তায় তিনটি রেল ক্রসিং থাকায় যানজটের সমস্যার কথা উল্লেখ করেছেন যার কারণে প্রতিদিন ৩.৫ ঘণ্টা সময় অপচয় হয়। এই জন্য পাতাল ট্রেন অথবা উপরে দিয়ে ট্রেনের ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন। দুই নাম্বার গেইট মনির হোটেল থেকে চাষাড়া মহিলা কলেজের রাস্তাটিকে চালু করার পরামর্শ দিয়েছেন।এবং প্রতিটা ট্রেন এক নাম্বার রেলগেট যাওয়ার প্রয়োজন মনে করেছেন না। নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে এক নম্বর গেইটে ট্রেন যাওয়ার পরামর্শ দেন। দখলকৃত রেলওয়ে সরকারি জায়গা উদ্ধারের ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন।

সচিব তাদেরকে আশ্বস্ত করে বলেন আপনাদের পরামর্শগুলি আমি উপদেষ্টার সাথে আলাপ করব। জেলা প্রশাসক আমার কাছে ট্রেন চেয়েছিল আমি খুব দ্রুত নারায়ণগঞ্জের জন্য ট্রেনের ব্যবস্থা করে দিয়েছিলাম। নারায়ণগঞ্জের উন্নয়নের জেলা প্রশাসক কাজ করে যাচ্ছেন তাই আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব আপনাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য।

আলোচনা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া রেল মন্ত্রণালয়ের সচিব মহোদয় কে গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় একটি ক্রেস্ট, সোনারগাঁও পানাম সিটির আদলে একটি স্ট্রাকচার ও কেবল নয় ফলাফল মুখী শিক্ষা বিকশিত হোক মানবতার দীক্ষা , নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা লেখা মোড়কে একটি উপহার সামগ্রী প্রদান করেন। সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম অত্যন্ত খুশি ও আনন্দিত হয়।

সর্বশেষ - খেলাধুলা

আপনার জন্য নির্বাচিত

জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

বাগমারায় চুরির অভিযোগে যুবলীগ নেতা ইমন গ্রেফতার

সংস্কার করতে হবে জনবান্ধব লোক দিয়ে; জাতিসংঘের সদর দফতরে সামনে জেএসএফ বাংলাদেশ

তামিরুল মিল্লাত কামিল মাদরাসায় উৎসবমুখর পরিবেশে তুলি উৎসব ২০২২ অনুষ্ঠিত 

রাণীনগর থানা প্রাঙ্গনের পরিত্যক্ত জমিতে বিষমুক্ত সবজি বাগানের চমক ওসি আবুল কালাম আজাদের

বাঁচতে চায় শিশু রিয়াদ; বিত্তবানদের প্রতি পিতার আকুতি

আটোয়ারীতে পুলিশ সদস্যের পরিবারকে মারধর, আহত ৩

ঝিনাইদহে ব্যবসায়ী নবী হোসেন হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন ছিদ্র করে তেল চুরি, আটক ৪

যশোর সদরে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত