স্টাফ রিপোর্টার : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠে খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষরা। বাজার করতে গিয়ে চোখে মুখে হতাশার ছাপ নিয়ে ফিরতে দেখা যাচ্ছে ক্রেতাদেরকে।
শনিবার (১০ আগষ্ট) বিকেলে চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথা এলাকার কাঁচা তরকারি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। সাধারণ মানুষ চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা নিয়ে বাজারে যাচ্ছে। অথচ নির্ধারিত টাকায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা থেকে অনেক কিছু কেনাকাটা না করে বাড়িই ফিরছে ক্রেতারা।নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধিতে পণ্য কিনতে পারছেন না অনেকেই। চাহিদা থাকা সত্ত্বেও অর্থের কারণে কিনতে হিমশিমে।
তবে এক ব্যবসায়ী জানান,সাম্প্রতিক সময়ে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দাম বেড়েছে। পেঁয়াজ কেজি ১১০,রসুন ২০০,আদা ২৮০, ডিম (ডজন) ১৬৫, দেশী আলু ৮০,বড় আলু ৫৫,করলা ৮০,কচুর চড়া ৬০,ঢেডস ৫০, কাঁচা মরিচ ২০০/২৪০,খোলা সয়াবিন তৈল কেজি ১৫০/১৫৫, বোতলের তৈল ১৬৫, মসুর ডাল ১০৫ টাকা, গুঁড়া আই দুধ কেজি ৬৩০,ডানো দুধ কেজি ৭০৫, পাংকাস মাছ কেজি ১৭০ আর তেলা পিয়া ২৪০ টাকায় বিক্রি করা হচ্ছে বাজারে।
তবে ক্রেতারা জানান, প্রযোজনীয় দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ে মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবী।