মোঃ রাকিবুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি, মেহেরপুর॥মেহেরপুর জেলার বুড়িপোতা ইউনিয়নের ঝাঁঝা গ্রামের মৃতঃ ইসমাইল হকের পুত্র মোঃ বক্কর আলীর (৫০) বাড়িতে আনুমানিক দুপুর ২ টা ৪০ মিনিটে দিকে রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের বিশ্বফরনে আগুন লেগে বাড়ি পুড়ে ভস্মীভূত।
অগ্নিকান্ডে বাড়ির সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে সরাজমিনে উপস্থিত থেকে দেখা যায়। আগুনের লেলিহান শিখা থামাতে ফায়ার সার্ভিসের একটি দল এসেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বাঁচানো যায়নি বক্কর আলীর বসত বাড়ি ।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানা যায়, ওই বাড়ি থেকে পাশের বাড়িতে ও আগুন লাগে। পাশের বাড়িতে ক্ষয় ক্ষতি হওয়ার আগেই ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এমন আগ্নী কান্ড তপ্ত দুপুরে নিয়মিত মেহেরপুর জেলার কোথাও না কোথাও ঘঠছে প্রতিনিয়ত। জনস্বার্থে ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন স্বচেতন মূলক কার্যক্রম পরিচালনা করছে বলে বাংলাদেশ সকালের কাছে তুলে ধরেন।