![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মোঃ রুহুল আমিন পারভেজ, জয়পুরহাট : জয়পুরহাটের পাঁচবিবির কড়িয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৪০’বোতল ফেনসিডিল সহ ৩’জন চোরাকারবারিকে আটক করেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার কড়িয়া সীমান্তের ২৭৮ পিলার এলাকার বাংলাদেশের দেড় কিঃমিঃ অভ্যন্তরে পত্মীতলা ১৪ ব্যাটালিয়নের অধীনে কড়িয়া ক্যাম্পের বিজিবি সদসরা মাদকগুলো জব্দ করেন। কড়িয়া বিওপির কমান্ডার নায়েক আব্দুল্লাহর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কড়িয়া এলাকা থেকে মাদক সহ চোরাকারবারীদের আটক করেন।
আটককৃতরা হলো জয়পুরহাট সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে জাকিরুল ইসলাম (৩৫), শামসুল ইসলামের ছেলে রাজু আহমেদ (২৮) ও মিনহাজ হোসেন (২৪)। একই সময় মাদক পরিবহন কাজে ব্যবহিত ২’টি মোটরসাইকেল ও ৩’টি মোবাইল ফোন উদ্ধার করে বিজিবি সদস্য। পত্মীতলা-১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, মাদক সহ আটক চোরাকাবারিদের জয়পুরহাট সদর থানায় সোর্পদ করা হয়েছে। তিনি আরো বলেন, সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।