মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা॥ খুলনার পাইকগাছায় মানবাধিকার উন্নয়ন কেন্দ্র ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ই ডিসেম্বর (শনিবার) সকালে পাইকগাছা প্রেসক্লাবে মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি এডঃ এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি ও পৌরসভা মানবাধিকার কমিশনের সভাপতি এডঃ অজিত কুমার মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এডঃ প্রধীশ কুমার হালদার, মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দীন রাজা ।
বক্তব্য রাখেন সাংবাদিক বদিউজ্জামান, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল,মানছুর রহমান জাহিদ, খোরশেদ আলম, শাহজামান বাদশা, উজ্জ্বল কুমার দাস, জাকির হোসেন মিন্টু,স্বপন কুমার সরকার, দেবপ্রসাদ মন্ডল, আব্রাহাম সরকার, জিয়াউদ্দিন নায়েব, এম জালাল উদ্দিন প্রমুখ।এ সময় বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।