
মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা॥ পাইকগাছায় থানা পুলিশ ক্রেতা সেজে আবারোও হাতে-নাতে ৫শ গ্রাম গাঁজা সহ রানা (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন। বৃহস্পতিবার বেলা ১ টা ৩০ মিঃ এসআই তাকবীর হোসাইন, এএসআই মঞ্জুরুল, কনস্টেবল বাপ্পি,হুমায়ুন ও অনুপম উপজেলার কাঠিপাড়া থেকে গাঁজা বিক্রয় কালে রানাকে গ্রেফতার করেন।
পুলিশ জানিয়েছে, রানার গ্রামের বাড়ী উপজেলার লস্করে। এ ঘটনায় রানার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, ধৃত ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক আইনে মামলা হয়েছে। তিনি আরোও বলেন, রানার গডফাদার ও কাদের সাথে তার মাদক যোগসুত্র রয়েছে সেটাও চিহ্নিত করা হচ্ছে।