তাওহীদুল ইসলাম পাথরঘাটা (বরগুনা)॥ বরগুনার পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ডের তালতলা ব্রাক অফিসের সামনে থেকে বুধবার সকালে ১২ টার দিকে এক অটোরিকশা তল্লাশি করে চালক কিশোর কে ৩ পিস নিষিদ্ধ ফেনসিডিল সহ আটক করে পাথরঘাটা থানা পুলিশ।
পাথরঘাটা থানায় যোগাযোগ করা হলে থানা এস আই ওয়াসিম জানান গোপন সংবাদের ভিত্তিতে আমরা পৌরসভার ৬নং ওয়ার্ড তালতলা ব্রাক অফিসে সামনে থেকে তার অটোরিক্সা গতিরোধ করে তিন পিস ফেনসিডিল সহ চালক কে আটক করি।
এদিকে খবর নিয়ে জানাযায় আটককৃত কিশোর পাথরঘাটা উপজেলা সদর ইউনিয়ন নিজলাটিমারা গ্রামের সামসুল হক এর ছেলে জাকারিয়া (১৬)।
পাথরঘাটা থানা ইনচার্জ মোঃ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেন বলেন তার নিজের ভাড়ায় চালিত অটো তল্লাশি করে ৩ বোতল ফেন্সিডলসহ তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসেন ও মামলা প্রক্রিয়াধীন
মামলা এসআই অসীমের মাধ্যমে জানা যায়,পাথরঘাটা থানার মামলা নং ০২/২২৩ তারিখ ০৬/১২/২২। এক পিস নিষিদ্ধ Phensedyl new লেখা আছে। উক্ত ফেনসিডিল এর বোতলে Himiachal Pradesh গায়ে লেখা আছে,যাহা ১০০ মিলি। পরীক্ষার জন্য প্রধান রাসায়নিক পরীক্ষকের কার্যালয়ে পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।