মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ রাজশাহীর পুঠিয়া সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিশ নেতা সোহেল রানা (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলায়।
গতকাল রবিবার রাত সাড়ে আটটার দিকে চারঘাট থেকে পুঠিয়া আসার সময় এ ঘটনা ঘটে। তিনি পুঠিয়া সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিশের সাধারণ সম্পাদক ছিলেন।
দলিল লেখক বাবুল আখতার জানান, চারঘাট থেকে মোটরসাইকেলে করে পুঠিয়া আসার পথে চারঘাটের মৌগাছতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ সোহেল রানা ঘটনাস্হলে নিহত হন।
পবা (শিবপুর হাট) হাইওয়ে পুলিশের কর্মকর্তা মোফাখখারুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোহেল রানার লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।