নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ বৃহস্পতিবার ২৪ নভেম্বর যশোরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে কোটচাঁদপুর উপজেলা,পৌর,আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার বিকালে উপজেলা আওয়ামিলীগ দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল টি বের হয়ে শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ শেষে দলিও কার্যালয়ে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, আওয়ামিলীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খান বাবলু, সহ-সভাপতি ফারজেল হোসেন মন্ডল,সহ-সভাপতি লুৎফর রহমান,বীর মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম,পৌর আওয়ামিলীগের সভাপতি কাজী আলমগীর,সাধারণ সম্পাদক রিপন মন্ডল,সাবেক যুবলীগ সভাপতি মীর কাশেম, এলাঙ্গী ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান খান, পৌর সভার কাউন্সিলর ও সেচ্ছাসেবক লীগ নেতা জাহিদ হোসেন প্রমুখ।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে ২৪ তারিখে যশোরের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভায় সতস্ফুর্তভাবে সকলের অংশগ্রহণের জন্য আহ্বান জানান সংসদ সদস্য। এ সময় উপজেলা পৌর আওয়ামিলীগ, ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগেসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।