ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের প্রভাষক সুরাইয়া আক্তার কলি বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকায় পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।একই সঙ্গে তাঁর স্বামী ও একমাত্র শিশু সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, দীর্ঘদিন ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। তিনি কিডনি জনিত সমস্যার কারণে জটিলতায় ভুগছিলেন। তার অকাল মৃত্যুতে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।