
গত ১১ নভেম্বর সোমবার বাংলাদেশ সকালে “ঋণের চাপে দেশ ছাড়া, ভাড়াটিয়ার মালিকের নামে মিথ্যা অভিযোগ” শীর্ষক প্রকাশিত সংবাদটিতে ‘দোকান ঘরটির প্রকৃত মালিক অভিযুক্ত আব্দুল খালেক এর ছেলে রাব্বি বলে প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টিগোচর হয়েছে।
প্রকৃতপক্ষে কুমারুড়া বাজারের সাখে আনুমানিক ১০ শতাংশ জমির প্রকৃত মালিক আমি মো: সালাম, সম্পর্কে রাব্বির চাচা হই, যা আমার নিকট হতে জোরপূর্বক দখল করে ভোগ দখল করছে। আমি অসহায় প্রকৃতির মানুষ হওয়ায় তাদের নিকট অবৈধ শক্তির জোরে না পেরে আমার জমি বেদখল হয়ে আছে।
আমি আমার নিজ নিরাপত্তার কথা চিন্তা করে উক্ত এলাকা ছেড়ে কেন্দুয়া উপজেলা শহরে বসবাস করছি এবং বেদখলীয় জমি দখল নিতে পারছিনা।