সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা)॥ বরগুনার আমতলী উপজেলার পটুয়াখালী-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহা সড়কের কেওয়াবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই সহোদর নিহত হয়েছেন।
সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,উপজেলার মহিষকাটা গ্রামের আকন বাড়ির ইসরাইল আকনের ছেলে আলম (৩০) ও আব্দুল্লাহ (২৮)।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ,কে, এম মিজানুর রহমান বলেন,সন্ধ্যার দিকে মহিষকাটা-কেওয়াবুনিয়ার মাঝামাঝি এলাকায় যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা ভাঙারি মাল বোঝাই ভ্যানকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই দুই ভাঙারি ব্যবসায়ী নিহত হন। তারা দুজন সম্পর্কে সহোদর।
তিনি আরও জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এছাড়া ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।