বেনাপোল প্রতিনিধি॥ যশোরের বেনাপোলে ১০ গ্রাম হিরোইন সহ গোপালগঞ্জ কাশিয়ানী থানার ৮ টি মামলায় পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামী ফাইজান রহমান (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর হাফিজিয়া এতিমখানার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ফাইজান গোপালগঞ্জ কাশিয়ানি থানার মৃত দিপক বিশ্বাসের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর উত্তরপাড়া জাহানারা আহম্মাদ আলী হাফিজিয়া এতিমখানার সামনে পাঁকা রাস্তার উপর থেকে ১০ (দশ) গ্রাম হেরোইনসহ ৮টি মামলায় পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে।