
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম॥ গত শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ৭৩’তম তবলিগি বিশ্ব ইজতেমা। এবার ভারতের মধ্য প্রদেশ রাজ্যের ভোপালের পিঁপড়া খেরিতে শুরু হয়েছে। শুক্রবার ফরজের নামাজ আদায় করে শুভ আরম্ভ হয়েছে।
এই ইজতেমা উপলক্ষে প্রায় বিশ্বের সব দেশের মুসলিম উম্মাহর মানুষ জড়ো হয়েছে এবং ইজতেমা উপলক্ষে প্রায় ৪৬৭ দল হাজির হয়েছে। প্রায় ১০ লক্ষ মানুষের ভীড় হয়েছে ইজতেমা উপলক্ষে।
জানা গেছে, ভোপালের পিঁপড়া খেরিতে প্রায় ৩০০একর জমির উপর ভিত্তি করে এই ইজতেমা শুরু হয়েছে। ১৭ কিলোোমিটার দীর্ঘ জলের পাইপ লাইন বসানো হয়েছে এবং ৩৪টি ফুড স্টল, ৫০ টাকায় নিরামিষ খাবার ও ২০ টাকায় সকালের নাস্তা এবং ৬ টাকায় জলের বোতল। ইজতেমা উপলক্ষে প্রায় ১০লক্ষ মানুষের থাকার জন্য ৪৫০০টি অস্থায়ী শৌচাগার এবং ৪৫টি পার্কিং এর ব্যাবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রায় ২০হাজার স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।
বিশ্ব ইজতেমা শুরু হয় প্রথম ১৯৪৭ সালে মসজিদ শাদারে। তখন ১২জন মুসলিম ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। সেই সময় থেকে প্রতিবছর বিশ্ব ইজতেমা হয়ে থাকে ভারতের বিভিন্ন রাজ্যেতে। এর পর বিশ্ব ইজতেমা আরম্ভ হবে বাংলাদেশের গাজীপুর জেলার টুঙ্গীতে। সেখানে তুরাগ নদীর তীরে লক্ষ লক্ষ মানুষের জোড় হবে। আজ ভারতের এই বিশ্ব ইজতেমা শেষ হবে আগামী কাল ফজরের নামাজের শেষে। এবং আখেরী দোয়া করবেন তবলিগি বিশ্ব ইজতেমা র আমীর মাওলানা আলহাজ্ব মুফতি সাহাদ সাহেব। এবং এখন থেকে বিভিন্ন যায়গায় জামাত বের হবে। এবারের বিশ্ব ইজতেমা উপলক্ষে মহিলাদের জন্য আলাদা ব্যাবস্থা করা হয়। এবং তারা আখেরী দোয়ায় সামিল হন।