কাকন সরকার, শেরপুর : শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ভারতে কটুক্তি করায় শেরপুর জেলার নকলায় কটুক্তি কারীর বিচার দাবিতে তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে নকলা উলামা ঐক্য পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নকলা উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহ তারা আলম এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উলামা ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মন্ডলীর সদস্য মুফতি আঃ জলিল কাসেমী, সহ সভাপতি মুফতি অলিওল্যাহ, সাংগঠনিক সম্পাদক মাওঃ ওলিউল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ সায়েদুল ইসলাম, পৌর সভাপতি মুফতি শামসুল হুদা জিহাদী প্রমুখ।
শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীর দ্রত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী করার পাশাপাশি তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা।