এনামুল হক ছোটন॥ ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় ১৯৭৫ সালের ১৫ আগষ্ট নৃশংস হত্যাকান্ডের উপর ইতিহাস -আশ্রয়ী গবেষণালব্দ নাটক “অভিশপ্ত আগষ্ট” এর ১১২ তম মঞ্চায়ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সন্ধায় ময়মনসিংহ নগরীর টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে মঞ্চস্থ হয়।
মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
গেস্ট অব অনার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বিপিএম ( বার), পিপিএম ( বার)। রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম এর সভাপতিত্বে ও পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাজিম উদ্দীন আহম্মেদ এমপি, সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এমপি, সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি, সংসদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি, সংসদ সদস্য ফকরুল ইমাম এমপি, সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু, বাকৃবি উপাচার্য প্রফেসর ড. লুৎফুল হাসান, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মমতাজ পারভীন, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামিলীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি ও সাবেক জেলা আওয়ামিলীগ সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপি, অধ্যক্ষ আনন্দ মোহন কলেজ প্রফেসর মোঃ আমান উল্লাহ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা পুলিশ এর উর্ধতন কর্মকর্তা সহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিবর্গ।