
ঠাকুরগাঁও প্রতিনিধি॥ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার সিনেমা হল মোড়ে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করতে গেলে পৌর শহরের মাইক্রো স্ট্যান্ডে নামক এলাকায় এসে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায় বিক্ষোভ মিছিলটি। পরে যুবদলের নেতাকর্মীরা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে পীরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক নজমুল হুদা মিঠু সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ সভাপতি বাকাউল জিলানী রিংকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, যুবদলের সদস্য সচিব দিদারুল ইসলাম রানা পৌর বি,এন, পি নেতা তোবারক আলী, মুরাদ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কনক, সেলিম রেজা, নবিন,ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল রানা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পীরগঞ্জ উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৷