মোঃ জিল্লুর রহমান, শার্শা (যশোর)॥ দেশের দক্ষিন-পশ্চিম কোনে অবস্থিত যশোর জেলার সীমান্তবর্তী উপজেলা শার্শায় নির্মিত এ অঞ্চলের সর্ববৃহৎ “আফিল জুট উইভিং মিল” এ এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় ১ ও ২ নং শেডে কর্মরত শ্রমিক আলী হোসেন নামে একজন আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
অগ্নিকান্ড সম্পর্কে অত্র উপজেলাধীন “বেনাপোল ফায়ার সার্ভিস” এর ইনচার্জ রতন কুমার দেবনাথ বলেন, এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে। আগুন এখন নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি পরিমান জানা যায়নি। অগ্নিকান্ডের বিষয়ে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।