ডেস্ক নিউজ : যশোরে শীর্ষ মাদক ব্যবসায়ী আট মামলার আসামী মোঃ আরমান গাজী (শেখর) কে মাদকদ্রব্য ফেন্সিডিলসহ আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর।
২৮/০১০/২০২৪ তারিখে সময় দুপুর ১২:০০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক জনাব মোঃ আসলাম হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর ‘ক’ সার্কেল কর্তৃক অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা কাজীপাড়া গোলামপট্টি এলাকায় তালিকাভূক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী আসামী মোঃ আরমান গাজী (শেখর) (৪৪) কে ০৩ বোতল ফেনসিডিল সহ তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়।
আসামী মোঃ আরমান গাজী (শেখর) (৪৪) গোলামপট্টি এলাকার মৃত রবিউল গাজীর ছেলে। তার বিরুদ্ধে আরও ০৮ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। অত্র ঘটনায় উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্র্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।