যশোর প্রতিনিধি॥ গত সোমবার যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে যশোরের চৌগাছার টেংগুরপুর গ্রামের মেসার্স সর্দার ব্রিকস্ এর সামনে চৌগাছা টু মহেশপুর গামী পাঁকা রাস্তার উপর হতে রাত্র ১২টার দিকে ৫৫ বোতল ফেনসিডিল সহ রুবায়েত হাসনাত রোকন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা পুলিশ।
ধৃত রুবায়েত হাসনাত রোকন বর্তমান পালবাড়ী কবরস্থান রোড আইয়ুব এর বাড়ীতে ভাড়া থাকে। তার কাছ থেকে উদ্ধারকৃত মালামাল এর মূল্য অনুমান ১,৬৫.০০০/= (এক লক্ষ পয়ষট্টি হাজার) টাকা।
এ সংক্রান্তে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে চৌগাছা থানায় এজাহার দায়ের করেছেন।